Skip to content

১লা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনুভবে হেমন্ত

ধরা যায় না ছোঁয়া যায় না
ঋতু-কন্যা হেমন্ত
অনুভবেই রাখতে যে হয়
মানে না তাই এ মন তো।

 

সোনা বরণ রূপের গুণে
স্বর্ণ কন্যা নাম যে তার
নবান্নের এই দেশে আসতে
বারবার খুলি মনের দ্বার। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ