তুমি আসবে বলে
তুমি আসবে বলে শীতের ভোরে কুয়াশা গায়ে মাখি,
তুমি আসবে বলে চার দেয়ালে নাম লিখেছি সখি।
তুমি আসবে বলে ফানুশ উড়াই দূরের ওই আকাশে,
তুমি আসবে বলে শাপলা ফুল যে নদীর তীরে ভাসে।
তুমি আসবে বলে পক্ষী ডাকে কিচিরমিচির সুরে,
তুমি আসবে বলে ঝিঝি ছুটে রাতের এই আঁধারে।
তুমি আসবে বলে শত ব্যথা হৃদয় মাঝে রাখবো,
তুমি আসবে বলে দূরে থেকে চুপিচুপি দেখবো।
তুমি আসবে বলে সহস্র বার ডাকবো আমি কাজি,
তুমি আসবে বলে এই বসুধা ছেড়ে দিতেও রাজি।