নতুন আশা
নতুন বছর নতুন আশা
নতুন কিছুর সৃষ্টি
নতুন রঙিন স্বপ্নের দিকে
থাকে সবার দৃষ্টি।
গগণ জুড়ে পূর্ণিমা চাঁদ
ছড়িয়ে দেয় আলো
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
থাকব সবাই ভালো।
নতুন স্বপ্ন নতুন আশা
ভাসব নতুন সুখে
মিলেমিশে থাকলে সবে
রইব না কেউ দুঃখে।