আমি কি ধার্মিক?
আমি চিণ্হিত "ধার্মিক"
সম্মানিত সর্বদা সবখানে।
আমি "বিশ্বাসী" লোকের কাছে
তাই তো সুযোগ খুঁজি
পেলে কি ছাড়ি?
হই বড়ো অংকের খেয়ানতকারী
রাতের দান দিনে অস্বীকার করি।
আমি আড্ডা দেই'না, চা-কফি খাই'না
সময় খাই মূল্যবান সময়
কর্মক্ষেত্রের, আপনজনা'র;
ফাঁদ পাতি ধর্ম ও ধর্মালয়ের
কি করবে সমাজ, মালিক বা সরকার?
তাদের নাকের ডগায় ধর্মছুরি
উপায় নাই-
তাঁদেরও তো ধর্মপুরে বাড়ী।
এখানেই শেষ নয়,আরও আছে-
হারাম খাদ্য ভুলেও খাই'না আমি
শুধু সুদ-ঘুষ খাই, দুর্নীতি জালিয়াতি
এসব কি আর সবসময় পাই?
মেটে খামে এত সুস্বাদু খাবার
কি করে "না" বলি ভাই।
বিধর্মীদের একদম সহ্য হয় না আমার
এমনকি ওদের আচার অনুষ্ঠানও
তাই তো কেন্দ্রের নির্দেশ পেলে পরিকল্পিত জারজ-ঘটনার গর্বিত পিতা হই আমি
ক্ষতি কী! পালিত'রা মরে মরুক,
ধর্ম বাঁচে আমিও বাঁচি।
আজ প্রশ্ন জাগে মনে, ভাবী একাকী
এটাই কি সঠিক পথ-মত?
বিবেক বলে "না" কখনোই না
বৃদ্ধাঙ্গুলি, টিনের চশমা'র সমাজ-চোখে
আমি ধার্মিক নই বক ধার্মিক।
তবে এখনই সময়-
এসো করি প্রত্যয়
সত্য-ন্যায়ের পথে একসাথে বাঁচার,
হাতে নিয়ে ঝাণ্ডা বিশ্ব মানবতার।