ষোলো-ই ডিসেম্বরে
মেঘ পুড়েছে, রোদ পুড়েছে
ঘর, গিয়েছে পুড়ে
মাগো, তোমার কোলে জন্ম নিলাম
ষোলো-ই ডিসেম্বরে
মাঠ পুড়েছে, ঘাট পুড়েছে
ভিটে, উজাড় করে
মাগো, তোমার কোলে জন্ম নিলাম
ষোলো -ই ডিসেম্বরে
গ্রাম জ্বলেছে, দেশ জ্বলেছে
রক্ত বৃষ্টি ঝ 'রে
মাগো, তোমার কোলে জন্ম নিলাম
ষোলো-ই ডিসেম্বরে
ভাই মরেছে, বোন মরেছে
স্বজন, একাত্তরে
মাগো, তোমার কোলে জন্ম নিলাম
ষোলো-ই ডিসেম্বরে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
সবুজে, সূর্যের অক্ষরে
মাগো, তোমার কোলে জন্ম নিলাম
ষোলো-ই ডিসেম্বরে