Skip to content

ফাগুনের রূপ

ফুল ফোটে পাখি গায়
ঝলমলে রোদ্দুর,
ডালে ডালে কিশলয়
চোখ যায় যদ্দুর।
মহুয়ার বনে বনে
মৌ মৌ গন্ধ,
কোকিলের কুহুতানে
ফাগুনের ছন্দ।
শিমুলের লাল ফুলে
শালিকের লাফ ঝাঁপ,
প্রজাপতি ডানা মেলে
ক্লান্তির নেই ছাপ।
রঙে রঙে আমোদিত
প্রকৃতির চৌধার,
এতো রূপ দেখে মন
নেচে ওঠে বারবার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ