হ্যামিলনের আধুনিক বাঁশিওয়ালা
দুর্গন্ধের বাতাস গিলে ঢেকুরে ঢেকুরে
বমি আসে যদি- বমি গিলে খাও
জাবরকাটার মতো সুখ খোঁজে পাবে।
পথের ধূলায় যদি ঢেকে যায় মুখ
ঢেকে যেতে দাও অনায়াসে
এর চেয়ে বেশি কোনো ভালো নাই আর।
ঢেউ এসে অকস্মাৎ ডুবাইতে চায় যদি
নিশ্চিন্তে তাকেই ডুবাইতে দাও
নয়তো কেউ না কেউ ডুবিয়ে দিবেই।
আর যদি বাঁচতেই চাও
হাসতেই চাও অমলিন হাসি
তবে গড়ে তোলো প্রতিরোধ শিরায় শিরায়।
কেউ না থাকুক তবুও চালিয়ে যাও
বেলাশেষে তুমিই হবে
হ্যামিলনের আধুনিক বাঁশিওয়ালা।