স্মৃতিতে শৈশব-কৈশোর
শৈশব- কৈশোর স্মৃতিগুলো
খুবই মনে পড়ে,
চোখের মাঝে ভেসে উঠে
মনটা কেঁদে মরে।
বন-বাদাড়ে ঝোপের ধারে
খুঁজতাম পাখির বাসা,
জরা-ব্যাধি ভয় করিনি
খেলতাম নানা পাশা।
গোল্লাছুট আর ডাংগুলিতে
নিত্য যেতো বেলা,
খেলার ছলে পাঠশালাতে
করেছি ঢের হেলা।
দিঘির জলে সাঁতার কেটে
রোজই হতো নাওয়া,
বিলে গিয়ে শাপলা শালুক
এনে হতো খাওয়া।
সেই সোনালী দিনগুলো কি
আর পাবো ভাই ফিরে?
সেসব কথা মনে হলে
অশ্রু রাখে ঘি!