শীত এসেছে শীত
শীত এসেছে শীত
কালো নিশির
সাদা শিশির
নেই চোখে তার নিদ।
শীত এসেছে শীত
লেপ কাঁথা আর
শাল সোয়েটার
গাইছে গরম গীত।
শীত এসেছে শীত
খেজুর রস আর
ভাঁপা পিঠার
উষ্ণ শীতল ঈদ।
শীত এসেছে শীত
লাল ডালিয়ার
হলুদ গাঁদার
সূর্য-সকাল জিত।
শীত এসেছে শীত
নতুন পাখির
কিচিরমিচির
পালং শাকে হিত।