সাম্যের কবি
তুমি এসেছিলে বাংলা সাহিত্যে
ধুমকেতু হয়ে বীরের মত,
লেখনীতে দূর করেছো
অন্যায়, অনাচার, শোষণ যত।
তুমি জড়িয়ে আছো বাঙালির
আবেগ-অনুভূতিতে,
সাহিত্যকে করেছো উজ্জ্বল
তোমার লিখনীর দ্যোতিতে।
দরিদ্র পরিবারে জন্মেছিলে
তুমি চুরুলিয়ায়,
প্রেম, বিরহ,সাম্য ছিল
তোমার লেখা গান কবিতায়।
তুমি করে গেছো রচনা
শত শত হামদ ও নাত,
দূর করতে চেয়েছ তুমি
মানুষে মানুষে ভেদাভেদ ও জাত।
তোমার গানে আজো মুখর
ঈদের খুশির রাত,
তোমার গানে হাসে যেন
শাওয়ালের ঐ চাঁদ।