Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমার বিজয়  

বিজয় আমার ঘাসের ডগায় শিশির টলমল
বিজয় আমার সন্ধ্যাতারার আলোগুলো জ্বলমল।
বিজয় আমার ইচ্ছাপাখি ডানা মেলে যায় উড়ি
বিজয় আমার সবুজ মায়ার স্বপ্ন জয়ের ঘুড়ি।

 

বিজয় আমার কর্ণফুলির প্রিয় বাংলাদেশ 
বিজয় আমার মায়ের মুখে মধুর লাগে বেশ 
বিজয় আমার বীর-বাঙালি লাখ শহীদের মুখ 
বিজয় আমার কৃষকের মুখে হাসি ফসলের সুখ।

 

বিজয় আমার  গাছের ডালে ডাক পাড়ানি  টিয়ে
বিজয় আমার লাল বেনারসী মাটির পুতুল বিয়ে।
বিজয় আমার দুটি চোখে নীল আকাশের গান
বিজয় আমার মুক্ত মনের সবুজ বাতাস প্রাণ।

 

বিজয় আমার দীঘি ভরা মাছ, সোনালি ধান
বিজয় আমার  সন্ধ্যামালতীর সুমধুর এক ঘ্রাণ।
বিজয় আমার জসীমউদ্দিনের পল্লী গানের সুর 
বিজয় আমার এক জমিন ভালোবাসা সমুদ্দুর।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ