Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফকির আলমগীর

মায়ের ভাষায় ভুবন দেখাও
মাটির সুরে বিশ্ব
কাদামাটির বিষাদগাথা
উৎফুল্ল, উৎকর্ষ । 

 

বাংলা গানের পাল তুলে
মাঝি তুমি হাল ধরে
মেহনতী আর শ্রমজীবী
কণ্ঠ তুলে আনো ওপরে। 

 

দোতারার সাথে ড্রাম বাজে
একতারার সাথে গিটার
গণ সংগীত জন বাদ দিয়ে
পেতে পারে না আসন তার। 

 

জনগণের ভেতরে থাকে যে প্রবাহ
তুমি বুঝে এসেছো যুঝে এসেছো কত যুদ্ধ
মৃত্যু ক্ষুধা, বন্যা বর্ষা খরা দাবদাহ
দিনে দিনে নিজের ভেতরে আত্মশুদ্ধ।

 

পরিশুদ্ধ সেই চেতনার, জনতার উদ্দীপনার
তুমি আউল তুমি বাউল তুমি ফকির
তুমি মাইকেল তুমি মোহাম্মদ মানব-মুক্তি-মন্ত্র
মুক্তি দিনের ইতিহাস ফকির আলমগীর। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ