Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অপেক্ষা আছে বলেই

অপেক্ষা আছে বলেই কবিতারা এখনো
বিষণ্ণতার শিকল ভেঙে চৈতন্যের গান গায়;
গোধূলি ঢলে পড়ে উন্মুখ রাতের বুকে
রাতের নিস্তব্ধতা শিশিরসিক্ত হয়ে
ফিরে আসে প্রতীক্ষিত ভোরের স্নিগ্ধতায়।
অপেক্ষা আছে বলেই
প্রকৃতি আসে বৈচিত্র্যের উন্নাসিক ডালি খুলে।

গ্রীষ্ম,বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আসে
আসে বসন্ত বাহারি নানা ফুলে।
চোখের জানালায় এসে বসে স্বপ্নীল প্রজাপতি
কখনো সুখে, কখনো বা মৌন-বেদনায়।
অপেক্ষা আছে বলেই
কেউ বা পথ চেয়ে থাকে কারো জন্য,
অথবা তার জন্য অন্য কেউ
এমন তো হয়, সবাই প্রতীক্ষায় থাকে
অনন্ত এ প্রতীক্ষার কোনো দিগন্ত নেই—

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ