সুখের সন্ধানে কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম সুখ তোমার কোথায় বাড়িকোথায় তোমার বাস,তোমায় খুঁজে দিনরাত্রিকরি হাঁসফাঁস। সুখের খোঁজে পাহাড় নদীছুটলাম আমি কত,সুখ যে তবু অধরা রয়দূঃখ পেলাম শত। কাছের মানুষ পর হয়মনের আড়াল হলে,সুখ বড়ই আপেক্ষিকআসেনা কখনো বলে। Share