হেমন্তের প্রকৃতি
অগ্রহায়ণ কার্তিক যোগে
হেমন্তকাল আসে,
শীত কুয়াশার চাদর বসে
ভোরের ঘাসে ঘাসে।
চাষির মনে খুশীর আভা
নতুন ফসল তোলা,
পাখির কূজন পিঠার গন্ধ
যায় না তব ভোলা।
কুসুম বাগে হরেক কুসুম
হেন ঝলমল করে,
দূর্বাঘাসে শিশির টলমল
ঊষা হলে পরে।
নবান্ন আর নানান পিঠা
হিমেল বায়ু সাথে,
রূপ লাবণ্যে হেমন্তকে
সবাই মনে গাঁথে।