সর্বকনিষ্ঠ নারী পাইলট হলেন আয়েশা আজিজ!
কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ, ভারতের কনিষ্ঠ নারী বিমানচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। এই অসামান্য কৃতিত্বের মধ্য দিয়ে অধিকৃত অঞ্চলটিতে নারী ক্ষমতায়নের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে ২৫ বছর বয়সী এই তরুণী।
এর আগে ২০১১ সালে ১৫ বছর বয়সে পাইলট প্রশিক্ষণে কনিষ্ঠ শিক্ষার্থী ছিলেন। পরের বছরে রাশিয়ার সোকোল বিমানঘাঁটিতে এমআইজি-২৯ জেট উড়ানোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর বোম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং ২০১৭ সালে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেয়ে যান।
গণমাধ্যমকে তিনি জানান, গত কয়েক বছরে কাশ্মীরের নারীরা ব্যাপক উন্নতি করেছেন। আর শিক্ষাক্ষেত্রে তারা বিশেষভাবে ভালো করছেন। আয়েশা আজিজ বলেন, আমি মনে করি, কাশ্মীরি নারীরা ভালো করেছেন। তারা মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন। এই উপত্যকার লোকজন এখন অনেক ভালো করছেন।