তুই
তুই জুঁই, তুই হাসনুহানা
তুই আমার নদীর ঠিকানা
তুই বেলি, তুই চামেলি
রাত্রির,গন্ধ জুড়ানো শিউলি।
তুই টগর, তুই মল্লিকা
ঢেউ ছড়ানো পানসি নৌকা
তুই গন্ধরাজ, তুই রজনীগন্ধা
আমার সকাল আমার সন্ধ্যা।
তুই গোলাপ, তুই সূর্যমুখী
কুয়াশার বুকে, আঁকিবুঁকি
হৃদয়ের, ক্যানভাসে আঁকা
তুই কেতকী, তুই চাঁপা