Skip to content

রমজানের চাঁদ

রমজানের চাঁদ

শাবানের মাস পূর্ণ হলে
উঠবে রমজান চাঁদ,
করবো পালন সিয়াম সাধন
ভাঙবো রিপুর ফাঁদ।

বছর ঘুরে খুশির বার্তা
এলো মুক্তির মাস,
ধনী-গরীব এক কাতারে
জপো আল্লাহ্‌ খাছ।

ক্ষুধার জ্বালা বুঝতে হলে
রোজা রাখা চাই,
এতিম দুঃখীর ভুখা পেটে
অন্ন সেবো তাই।

রোজা রাখার পূর্ব শর্ত
রিজিক করো পাক,
নইলে রোজা হবে খোজা
বিধি কাটবে নাক।

আল্লাহ্‌ তুমি দয়ার সাগর
রসূল প্রেমের ফুল,
রমজান মাসে করো ক্ষমা
মহাপাপীর ভুল!