মানুষ কোথায়
যেদিকে চাই মানুষ খুঁজি মানুষ পাবো কোনখানে?
মানুষ পেতে শুধুই আমার মনতরীতে গুণটানে।
টাকার কাছে মানুষ এখন গোলাম হয়ে রয় পড়ে,
অল্প দামেই যায় পাওয়া সব অন্ধকারের লোভঘরে।
মিথ্যেকথার ফুলঝুরিতে সত্য মরে গুমঘরে,
অবিশ্বাসের কালোথাবায় আগুন ধরে অন্তরে।
কথায় কথায় ঝগড়াঝাঁটি সঙ নাচে সব সংসারে,
টাকার গরম মেজাজ চরম থমকে রাখে হুংকারে।
পরোপকার, সদুপদেশ, মানবতা হিমঘরে,
মানুষরূপী দানব দেখে কাঁপছি কেমন থরথরে।
খোদার ভয়ে কেউ করে না চোখের জলে প্রার্থনা,
মানুষ নামের অমানুষে করবে খোদা মার্জনা?