Skip to content

তুমি নারী

তুমি নারী

তুমি নারী, পদতলে রেখেছো বেহেশত 
স্বর্গ বলে যা আছে চির বিশ্রামে গেলে
জন্ম দিয়েছো নিজ গর্ভে ধরে
অতঃপর লালনপালন জীবন ভরে।

 

তুমি নারী, পরম সত্যের মুখোমুখি 
দাঁড়িয়ে থাকো আজন্ম সৃষ্টি থেকে
তুমি জান্নাতি হলেই আমরাও শান্তি পাই
এবার গর্ভে নয় ঐ পদাঙ্কে দিয়ো ঠাঁই।