Skip to content

জীবনের ষোলোকলা

নখের  আঘাতে স্বর্গ চুরি হয়ে যায়
মৃত্যু শিনশিন করে ওঠে মেপল গাছের পাতায়
জমাট বাঁধা ঘনীভূত রক্তে চুমু খেতে এসে
ভগবান দৈত্য হয়
সাজানো বাগানে বসন্ত, সূর্যাস্তের মতো হেলে হেলে পড়ে।

 

মানুষের দুটো করে বড় বড় জিভ
একটিতে লোভ, অন্যটিতে ক্ষুধা
কে কার কাছে তবে পরাস্ত হবে এখন
কে কার কাছে ফিরে পাবে প্রাণ।

 

নারীর কপালে টিপ তৃতীয় নয়নের মতো
কখনো কখনো ষষ্ঠ ইন্দ্রিয় হয়ে ওঠে
তাইতো ভগবানের এতো ভয়
তাইতো পুরুষের এতো গা পিত্তি জ্বলে।

 

মানুষ তীর ছুড়লে ভগবানের গায়ে গিয়ে পোশাক হয়
ভগবান তীর ছুড়লে মানুষ উলঙ্গ হয়
এক নারী কতো আর ধারণ করবে পৃথিবী।

সাপের ঠোঁটে চুমু খেতে গিয়ে প্রতিদিন সমুদ্র ফেনিয়ে ফেনিয়ে ওঠে
দুধের পাথর বাটিতে এক একটা লাশ মনে হয় যেন জীবনের ষোলোকলা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ