কারু বিজ্ঞানী বাবুইপাখি
বাবুইপাখি বাসা বুনে
নারকেল গাছের ডালে,
মনের মতো কারুকাজ
নারকেল পাতার ছালে।
ছোট্ট একটি পাখি তুমি
প্রশংসনীয় যে কাজ,
কারু বিজ্ঞানী বাবুইপাখি
নারকেল পাতার সাজ।
চিরল করে ছিঁড়ে ছিঁড়ে
বাবুইপাখি যে খুঁটে,
নারকেল পাতার বাসা বুনে
মডেল করে ঠোঁটে।
যত্নে গড়া বাসা খানি
ঝর,বাতাসে ঝুলে,
বৃষ্টির পানি,সূর্যের আলো
পড়ে না ঘরে ভুলে।