Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

তুমি অনন্যা

শরৎ আকাশে ভেলায় ভাসা সাদা মেঘের মতো
শুভ্র সাদা জমিনের সুবিশাল অন্তর,
অপরূপা কলকল বয়ে চলা নিরন্তর ঝর্ণার
সুমিষ্ট মুখ-বদনে হাসি ঝড়ে দিনভর।

 

হার মেনেছে চাঁদের আলো জমেছে দুঃখ মনে
সারা অঙ্গ পূর্ণিমা ভরা দিশা হারায় শশী,
জলরাশি পূর্ণ সাগরের ন্যায় প্রণয় পূর্ণ হৃদয়
কেমন করে জানান দিবো কত ভালোবাসি।

 

পাহাড়ের বিশালতায় উদারতার প্রতিচ্ছবি
বুদ্ধিদীপ্ত প্রখর তেজে  পুব আকাশে রবি,
মিষ্টি মুখের কথামালায় ছড়ায় বাঁশির সুর
রূপের বর্ণন করতে গিয়ে হই প্রেমের কবি।

 

কালো মেঘ ডানা বাঁধে চুলের অন্ধকারে
করবো চুরি কোমল হৃদয় ভাবি বারে বারে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ