ওমিক্রন
শহরের ল্যাম্পপোস্টগুলোতে আঁধার জ্বলে থাকে
ভাগাড়ে ফেলে দেয়া বিবেকের আলো খুঁজে কেউ
দেশের কোনায় কোনায় ছিটিয়ে থাকা বাতিঘরগুলোতে
স্বার্থের জল পড়ে পড়ে মরিচা পড়ে অকেজো।
সচেতনতার আয়নার সামনে বসে সাজে করোনা
সেজে সেজে ওমিক্রনের রূপ দেখে হাসে।
শিক্ষার আলো অবহেলার ধুলোয় বইয়ের ভাঁজে ম্লান হয়
পৃথিবীর ফুসফুসে ওমিক্রনের উষ্ণ নিঃশ্বাসে
শান্তিরা অনিদ্রায়,অস্থিরতায় পায়চারি করে।
কতদিন পৃথিবী বয়ে বেড়াবে এ মৃত্যু মিছিল?
আর কতগুলো মানুষকে বলি দিলে এ পৃথিবী
আবার হবে শান্ত! বইবে শান্তির বাতাস।