রমা চৌধুরী
আমরা কখনো জানতে চাইনি, তোমার ধর্ম কি ?
ছিলে সকলের মা
একটাই শুধু পরিচয়, একাত্তরের জননী।
দুই সন্তান ভাসিয়ে দিয়েছ,অশ্রু নদীর জলে
মাটির ওপর রাতুল চরণ, দূর্বা ঘাসে দলে
ঘুমিয়ে আছে সন্তান, তাই, খালি পায়ে নৈশব্দে
রাতজাগানিয়া পাখি তোমার, বর্ণমালা শব্দে।
গুটিগুটি পায়ে চাঁদ, রক্ত নদীর জলে
হানাদারের থাবার ভিতর, লুণ্ঠিত হয়ে চলে
গানপাউডার ছড়িয়ে তোমার, জ্বালিয়েছে ঘরবাড়ি
লুণ্ঠিত হওয়া মায়ের সম্মান, ফেরাতে কী আর পারি।
গণবার্তা ছড়িয়ে দিতে, ফেরি করো তাই বই
লক্ষ লক্ষ সন্তান আজ, পাশে ঠিক দাঁড়াবোই
আঁচল জুড়ে স্নেহ মাখা, দু' চোখ ভরা আলো
আগলে রেখো কোলে তোমার, দেশ থাকবে ভালো।
মুক্ত বিহগ, বিরঙ্গনা, তোমার ধর্ম কি?
ধর্ম নিয়ে দাঙ্গা হলে, বুঝতে হবে
স্বাধীন এ দেশ, তোমার মর্ম বোঝেনি।