Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নারী; দেহ সর্বস্ব প্রাণী

নারী;
সকলের কাছে যারা মা, মেয়ে, প্রেয়সী নামক নানা সম্বোধনে আড়ষ্ট এক প্রাণী। ধর্মে এনারা সম্মানিত, সাহিত্যেও তুমুল আলোচিত!

 

তবুও বাস্তবে কেন যেন তাদের সেই গতানুগতিক নিপীড়নের কথাই কানে আসে!!
আচ্ছা, শোষিত কি কেবল মানবজাতির এই অংশই????

সহজাত উত্তর- অবশ্যই না! শোষিত সৃষ্টির সকলেই।

 

তবুও নারীকুলের প্রাণীরা হয়তো একটু বেশিই শিকার নিপীড়নের! সমাজের অলিখিত আচারের অভিধান মোতাবেক স্বপ্নের পরিধিটা এদের জন্যে বিশেষভাবে মাপা! “না” শব্দটা যাদের বড্ড চেনা! 
জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত করবার মত সকল কাজেরই একটা ফর্দ সমাজ থেকে এদের পাওয়া থাকে! সৌন্দর্যের ধরনগুলোও এদের জন্য বড্ড একপেশী বর্ননায় ভরা!

 

প্রতিবন্ধকতা সবার জীবনেই থাকে।
পুরুষকুলের সকল প্রাণীই যে বিশাল সুখী এমনও তো না! 
দায়িত্ব নেবার সংস্কৃতিতে তারাও তো ক্লান্ত জীব! 
তবে তাদের জগৎটা আজো অনেকটা বড়!
সুযোগ কম-বেশি যাই হোক, অনন্ত সমাজ থেকে পাওয়া বঞ্চনাটা তুলনামূলক এখনো তাদের একটুখানিক কম!

 

বুলি আছে –
"পুরুষ চেঁচালে হয় বাদশাহ, নারী চেঁচালে সে বেশ্যা!"

এই যে “চরিত্র” শব্দটা।

এটা রক্ষার চাপে বহুসংখ্যক নারীদেরই যুগযুগ ধরে কেন যেন মানুষ হবার সাধ নেয়া হয় না!
আমি বলছি না, স্বাধীনতা মানে অবাধ মাদকসেবন কিংবা শারীরবৃত্তি! সমাজ মেনে চলাই উত্তম।
আচ্ছা! সমাজ কবে আসলে নারীদের বঞ্চনামুক্ত প্রাণী হবার সরল অনুমতি দিবে? অধীনস্থতার নিরাপদ জাল থেকে স্বাধীন প্রাণী হয়েও নিরাপদ থাকার স্বাদ কি এ প্রাণীকুল কখনো আদৌ পাবে?

 

“নারী” নামক এই প্রাণীদের বহুসংখ্যকেরই বহুকালের সাধ!
“মেয়েমানুষ” না হয়ে কেবল মানুষ বনে খোলা আকাশটা দেখবার, স্বাধীনভাবে নিজের পায়ে ভর করে!!! 
কোন প্রিয়তম বা অভিভাবকের ছায়াতলে না, যে আকাশটা দেখবে নারীরা কেবল নিজেদের যোগ্যতায়!
যোগ্য হবার সুযোগ যেথায় আজকের ন্যায় বাড়তি দায়িত্বের রসাতলে পিষবে নাহ্ কোন নারীকে!
থাকবে না সার্বক্ষণিক  "ইজ্জত” রক্ষার অলিখিত গুরুভার! থাকবে না যাবতীয় কোন সামাজিক সফলতাকে দেহ সর্বস্ব প্রাণী হবার ”সুবিধা” শোনানোর কলরব।

 

আমাদের মতো এই ক্ষুদ্র জীবের আশা এইটুকুই! 
নারী; পুরুষের প্রতিদ্বন্দ্বী কিংবা অধীনস্থ জীব হয়ে নয়,
যেন হয়ে ওঠে পুরুষের মতো অসাধারণ-উৎকৃষ্ট অর্ধেক মনুষ্যকুলের সহচর!

 

জানি, বাস্তবে এ ঘটা সহজ নয়!!! তাও!!! 
বিশ্বাস করতে ক্ষতি কোথায়????
আজ না হোক! হয়তো, আরও সহস্র বছর পর, কোন এক সূর্যোদয়; “দেহ সর্বস্ব” এই প্রাণীদের একদিন দিয়ে দিবে 'মেয়েমানুষ' থেকে মানুষ হবার অমূল্য সেই সুযোগ!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ