Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অধিকারের সংবিধান

মরনের পরেও সেবাদাসী হবে ভেবে,
নারী, তুমি জীবন করেছ শুরু।
সারাটা পথ চলেছ অগ্ৰজের দেখানো পথে।
কেন তুমি ভাবতে পারোনা স্বাধীন ভাবে,
তোমারও আছে বেঁচে থাকার অধিকার,
ভালবাসা আর সেবা পাওয়ার অধিকার।
তোমার অধিকারের সংবিধানে কি আছে,
তুমি নিজে কখনো পড়ে দেখো নাই।
তুমি নিজেই নিজেকে অবলা করে রেখেছ।

সৃষ্টিকর্তা তোমাকে ভালোবেসে করেছে সৃষ্টি,
সেই কথাও কতটুকু তুমি জানো আজও।
বেঁচে আছি বলে বেঁচে থাকা নয়,
ভালো ভাবে বেঁচে থাকাই, বেঁচে থাকা।
দুঃখের আচরে টিকে থাকা যায় বৈকি,
তাকে কি বাঁচা বলে, না’কি বলা যায়,
নিজেকে অসম্মান করো না নিজেই।
তুমি পদ্মপাতার জল হয়ে জন্মাও নি,
ঢেউ এসে তোমাকে নিঃশেষ করে দেবে
আর তুমি নির্বিচারে সয়ে যাবে সবকিছু।

জেগে ওঠো নারী, জাগাও তোমার অনুজকে,
তোমার বন্ধ জানালার বাইরে অপেক্ষমাণ,
দেখো, কতো আলো এসে ভীড় করে আছে।
সংবিধানের অধ্যায় খুঁজে খুঁজে দেখো,
তোমাকে ভালো রাখার বাণী গুলো,
ওখানেই গুমরে মরছে বছরের পর বছর।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ