ছিন্নমূলের কোরবানি
রাস্তা ঘাটে বাস করে যে
অসহায় নর-নারী।
বিশাল ধরার মাঝে তাদের
নেই কোনো ঘরবাড়ি।
ঈদের দিনেও ফোটে না যে
তাদের মুখে হাসি।
ছেঁড়া কাপড় পড়েও বলে
ঈদকে ভালোবাসি।
ঈদের দিনে দ্বারে দ্বারে
ঘোরে মাংসের জন্য।
কেউবা তাড়ায় কেউবা দিলে
জীবন করে ধন্য।
সারাদিন ভর মাংস টোকায়
যে টুক করে জোগাড়।
তার যে কিছু বিক্রি করে
গিয়ে সাহেব বাজার।
মাংস বেচার টাকায় কিনে
চাল,ডাল মসলা পানি।
ছিন্নমূলের জীবন আসে
এভাবেই কোরবানি।
অনন্যা/এসএএস