Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিশান দূত

এত শোক আমি লুকবো কোথায়
এত তাপ আমি ফিরে পাবো
মাটি তুমি দ্বিখণ্ডিত হও
অনুতাপে, প্রহর বিদ্ধ আগুনে

 

যেখানে শুয়ে আছে শেখ মুজিব
লণ্ঠনের মৃদু আলো, পাখির পালক
মা যেমন গর্ভে ধরে রাখে শিশু
তেমনই সুপ্ত বীজ, ঘুমিয়ে আছে

 

রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে রাত
ইতিহাস পেরিয়ে মহাকাল
মহাকাল পেরিয়ে ইতিহাস
শান্ত শীতল রক্তের নদী

 

আগুনের বাঁক পেরিয়ে
পতঙ্গের ঝাঁক পেরিয়ে
গাছেদের পোড়া দগ্ধ হৃদয় পেরিয়ে
বর্ণমালার মতো ফুটে আছে আকাশে বাতাসে

 

ঘাতকের অস্ত্রগুলো বহুকাল ভোঁতা হয়ে গেছে
যাকে মারতে এসেছিলো তারা
আহ! যাকে মেরে ফেলেছে তারা
মারা আবার যায় নাকি
সে যে ছিল সূর্য-মানব

 

যাকে মারতে এসেছিলো তারা
সে যে ছিল মেঘের-জনক
অশ্রু বর্ষণে আজ ধুয়ে গেছে মাটি
রক্তবিন্দুতে আজ ফুটে উঠেছে ফুল

 

শোকেরা আজ পাখির গান হয়ে আছে
তাপেরা আজ সবুজ গালিচায়
তোমার আমার আত্মপরিচয়
বকবকম, যুদ্ধ জয়ের বাংলা ভাষা

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ