Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

এসো সরল পথে

অন্ন তুলে দাওনি ভুলে
অনাহারীর মুখে,
দিবস-রাতি চিত্ত মাতি
রইলে কত সুখে!

অন্যের দুখে যারই বুকে
দরদ বন্ধু লাগে;
তারই মনে প্রতিক্ষণে
অনুভবটা জাগে।

ইচ্ছে করে জনম ভরে
খেললে শত খেলা;
পেশীর জোরে কপাল পোড়ে
নিত্য অবহেলা।

তোমার দিকে কেবা শিখে
এটা ভাবছি ভুলে,
পাপের ভেলায় কত হেলায়
দেখো অন্তর খুলে।

এখননো ভাই দিন আছে তাই
এসো সরল পথে,
তা না হলে চোখের জলে
ভাসবে দিশারথে।

অনন্যা/এসএএস