Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসুন অযথা গাছ কাটা বন্ধ করি: জয়া আহসান

সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে সর্বদা সরব থাকতে দেখা যায় বিনোদন জগতের এক ঝাঁক তারকাদের। আর সেই তালিকায় জয়া আহসান অনেকটাই এগিয়ে। তাঁর প্রতিবাদের ভাষায় মুগ্ধ নেটিজেনরা। এবার জয়া আহসানের প্রতিবাদ অযথা গাছ কাটার বিরুদ্ধে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অযথা গাছ কাটা বন্ধের আহ্বান জানান তিনি।  

 

আসুন অযথা গাছ কাটা বন্ধ করি: জয়া আহসান

তিনি তাঁর ফেসবুক পোস্টে এ বিষয়ে লিখতে গিয়ে যুক্তরাজ্যের ওয়েলসের একটি গাছের উদাহরণ দেন। 'ওয়েলসের সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরূপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে। '

 

আসুন অযথা গাছ কাটা বন্ধ করি: জয়া আহসান

তিনি বলেন, 'সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক। আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি।'

 

আসুন অযথা গাছ কাটা বন্ধ করি: জয়া আহসান

 

প্রসঙ্গত, সম্প্রতি ফিলিস্তিন – ইসরায়েল সংঘাত, সাংবাদিক রোজিনা ইসলাম এর মতো আলোচিত ইস্যুগুলোতে  সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরব ছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ