
স্মৃতির সিন্দুকে গাঁথা যেসব প্রজন্ম
একটা সময় ছিল, যখন সন্ধ্যা নামলেই ঘরের সবাই একসঙ্গে বসে পড়ত টেলিভিশনের সামনে। তখন ঘরে ঘরে একটাই চ্যানেল-বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ইউটিউব, নেটফ্লিক্স, কিংবা ফেসবুকের স্ক্রলিং তখন ছিল কল্পনারও বাইরে ছিল।এই প্রজন্মের তরুণদের কাছে সেই...