হে স্বাধীনতা
হে নির্ভীক স্বাধীনতা তুমি
কেন রক্তে বাসাও,
কিসের প্রতিদ্বন্দ্বিতার মোহে
জয়ের কান্নায় হাসাও।
হে স্বাধীনতা জয়গান তুমি
লক্ষ প্রাণের হাসি,
অজস্র আত্মত্যাগের পরে
স্বাধীনতার মোহে ভাসি।
অজস্র শহীদের কান্না তুমি
করেছো যে নির্বাক,
বারংবার ফিরে আসো তুমি
করো আজও হতবাক।
অনন্যা/এসএএস