নীলাকাশের পাখি
বুঝতে চাওনা গো
নীলাকাশের পাখি
আকাশ আমার হৃদয় জুড়ে
নয়ন ভরে দেখি।
পাখনা মেলে ওড়ছ পাখি
কোথায় তোমার ঠিকানা
বলে যাওনা সুরে সুরে
কোথায় দিলে রওয়ানা।
একটু দাড়াও
সবুজ বুক ছুয়ে দাও
বুকে বুক মিলিয়ে নাও
ভালবাসার মায়া নাও।
সাইফুল ইসলাম প্রকাশ:
বুঝতে চাওনা গো
নীলাকাশের পাখি
আকাশ আমার হৃদয় জুড়ে
নয়ন ভরে দেখি।
পাখনা মেলে ওড়ছ পাখি
কোথায় তোমার ঠিকানা
বলে যাওনা সুরে সুরে
কোথায় দিলে রওয়ানা।
একটু দাড়াও
সবুজ বুক ছুয়ে দাও
বুকে বুক মিলিয়ে নাও
ভালবাসার মায়া নাও।