বয়সটাকে যত্নে রাখি
আমি না হয় শিশুর মতো অবাক-চোখে
তাকিয়ে থাকি
আবার না হয়, স্বপ্ন চোখে পাড়ার নদী
ঝর্ণা আঁকি,
ভুবনজলে হাঁসের মতো ডুব-সাঁতারে
ব্যস্ত রাখি।
একটু না হয় তৃষ্ণার বুকে পাহাড় খুঁড়ে
ঝর্ণা আনি
উতাল জলে সাগর বুকে ডুবুরি হয়ে
মুক্তা-মণি,
যতই আসুক পারাপারে জোয়ার ভাটার
আগমনী।
আবার যদি বয়সী শাখায় ফাগুন এসে
খেলা করে
ফুল ফুটাবার শ্রাবণ এসে অঝর ধারায়
বৃষ্টি ঝরে
একটু না হয় গোধূলির ঐ রঙধনুটির
রঙটি স্মরে
জীবনবোধে হেঁটে চলি সুবুজক্ষেতের
আইলটি ধরে।