স্মৃতি রবে ভবে
বিমানবালা দেখতে কালা
মিষ্টি তাহার ভাষা
জীবন সঙ্গী করতে পারলে
মিটতো মনের আশা।
বিমানবালা হেসে হেসে
বলে অনেক কিছু
তাহার মুখের দিকে তাকাই
মাথা করে নিচু।
আমি বলি নিয়ে আসো
আমার জন্য খাবার
মনটা ভরে দেখতে তাহার
বাহির আগে যাবার।
তাহার দু’চোখ কাজল কালো
মুক্তার মতো দেখতে
ইচ্ছে করে মনটা আমার
কাব্য একটি লেখতে।
তাই তো মনের আবেগ দিয়ে
লিখে দিলাম তবে.
আমারই এই কাব্য’টা যে
স্মৃতি রবে ভবে।