Skip to content

৬ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বেদনার্ত স্মৃতি

পঁচাত্তরের আগস্ট মাসে
পনেরো তারিখ রাতে,
ভোর হয় হয় আযানের ধ্বনি
শোনা যায় যায় সাথে।

 

মানুষেরা কেউ জাগেনি তখনো
ফুল-পাখিরাও ঘুমে,
আঁধারের বুক ভেদ করে কিছু
হায়েনা রাতকে চুমে।

 

গোলা-বারুদে গাড়িতে এসেছে
হিংস্র দানব যারা,
ধানমন্ডির বত্রিশ নং
বাড়িতে ঢুকেছে তারা

 

চোখের পলকে বাড়িভরা লোক
খুন করে নরাধমে,
রক্তের লালে সারা বাড়িজুড়ে
পরিবেশ থমথমে।

 

বীর বাঙালির প্রিয় মুজিবুর
সিঁড়িতে দাঁড়ান যেই,
গুলির আঘাতে তরতাজা প্রাণ
হয়েছে তখনি নেই।

 

শোকাবহ সেই রাতের স্মৃতিরা
সজল নয়নে ভাসে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
বেঁচে আছে ইতিহাসে

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ