Skip to content

২২শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী পরম রত্ন


নারী হলো পরম রত্ন
মা ভগ্নি ও জায়া,
নারীরা মায়ার বাঁধন
রোদের মাঝে ছায়া।

মাতৃগর্ভে জন্ম নিয়ে
ধন্য হলো জনম,
বড় কোমল নারী হৃদয়
নরম তার মন।

পায়না নারী স্বীকৃতি যে
অবহেলাই জোটে,
প্রাপ্য সম্মান দিলে তাই
সুখের হাসি ফোটে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ