নারী পরম রত্ন কনক কুমার প্রামানিক প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ০২:৩১ পিএম · ৮ মার্চ ২০২৩, ০২:৩১ পিএম নারী হলো পরম রত্নমা ভগ্নি ও জায়া,নারীরা মায়ার বাঁধনরোদের মাঝে ছায়া। মাতৃগর্ভে জন্ম নিয়েধন্য হলো জনম,বড় কোমল নারী হৃদয়নরম তার মন। পায়না নারী স্বীকৃতি যেঅবহেলাই জোটে,প্রাপ্য সম্মান দিলে তাইসুখের হাসি ফোটে। Share