আগস্ট এলে
প্রতি বছর আগস্ট এলে
মাসের ক্ষণে ক্ষণে,
মুজিব তোমায় স্মরণ করে
দেশের জনগণে।
দেশের স্বাধীনতার তরে
ঐক্য করে জাতি,
আনলে স্বাধীনতা তুমি
ফুলিয়ে বুকের ছাতি।
দেশের এমন মহান নেতায়
দুষ্ট সেনার দলে,
বুলেট বোমায় হত্যা করে
নৃত্য করে চলে।
দেশের জনগণের ছিল
মুজিব চোখের জ্যোতি,
হত্যা করে তোমায় ওরা
করছে দেশের ক্ষতি।
অনন্যা/এসএএস