Skip to content

২২শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রুচির দুর্ভিক্ষ

রুচি আজ কাঁদতে শিখেছে
রিল আর ইউটিউবে
যাচ্ছে তাই চলছে।
সবাই এত মেধাবী বনছে!
শিক্ষা আর কুশিক্ষা এক হয়ে গেছে
মেধার অপব্যবহার যত্রতত্র
বুঝতে পারছি কি?
কোথায় গিয়ে স্মার্টনেস ঠেকছে?
ভালোটা গ্রহণ খারাপটা বর্জন
রুচির দুর্ভিক্ষ কমাতে পারে।
রুচির এখন সজাগের সময়!
দুর্ভিক্ষ থেকে বেরুতে হবে
সবার।

অনন্যা /টিটি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ