বিবর্ণ মানবী
তুমি বৃষ্টি চেয়েছো বলে আমি মেঘ হলাম
ঝরে পড়লাম তোমার আঙ্গিনায়
তখন তোমার বৃষ্টি আর ভালো লাগলো না।
তুমি রোদ চাইলে বলেই আমি সূর্য হলাম
তোমার চারদিকের আলো ছড়ালাম
তখন তোমার রোদ আর ভালো লাগলো না।
তুমি নদী চাইলে একদিন,আমি সাগর হলাম
সাগরের বুকে তোমার জন্য বাঁধলাম ঘর
তোমার কামনার ভোগ বাড়লো দিনেদিনে,
তুমি আমাই প্রেমিকা থেকে মানবী রূপে চাইলে!
এক মানবীর মাঝে চাইলে,
কভু রোদ কখনোবা অশ্রু কিংবা শান্তি
অবগাহন কখনো কামনার তৃপ্তি
আমি মানবীও দেখলাম তোমার জন্য
জমানো ভালোবাসা তোমাতে লুটিয়ে দিলাম
আমি বহুরূপী মানবী হলাম!
আমি নিজেকে হারালাম
আমি নিজের অস্তিত্ব ভুললাম
অবশেষে আমি হলাম হাতের পুতুল!
তুমি তো এমন নারী চেয়েছিলে?
তোমার পদানত নারী, খেলনার রসদ
দিনশেষে তোমার ভোগ মিটে গেল,
তুমি এখন অন্য নারী খুঁজে চলেছো
তুমি এখন তোমার বশ্যতা স্বীকার কারিণীকে
খুঁজে চলেছো।
সব রঙ হারিয়ে আমি আজ বিবর্ণ মানবী।