খোকার ঈদুল আজহা
ঈদ এসেছে ঈদ এসেছে
খোকা কি যে খুশি
বাবার সাথে হাটে যাবে
কিনবে গরু দেশি।
নতুন জামা জুতো পড়ে
নামাজ পড়বে আগে
জবাই শেষে মাংস কাটবে
খোকার খুশি তুঙ্গে।
পাড়া-পড়শি,স্বজনদের ভাগ
খোকা দিবে বেটে
কোরমা-পোলাও গরুর মাংস
শেষে খাবে চেটে।
বলছে খোকা বাবা-মাকে
ঈদুল আজহার কথা
পরের দিনে ঘুরবে আবার
পাহাড়-নদী যেথা।
অনন্যা/এসএএস