Skip to content

ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্টটিতে অন্ধকার জ্বলে থাকে
ঘরেফেরা পথিকেরা কপাল ফাটালো, দিশেহারা
খাদের কিনারে পথটি শিকলে বাঁধা

বৈদ্যুতিক সংযোগ থাকলেই হলো? বাল্ব থাকা চাই
এখানেও আছে
শোনা যায় দিনের আলোতে ল্যাম্পপোস্টটি তা
নিজের পথ দেখতে ব্যবহার করে থাকে!