যুদ্ধের ডাক

যুদ্ধে যাবার ডাক এলো যেই
মুক্ত করতে দেশটা
বীরসেনারা ঝাঁপিয়ে পড়ে
দেখে নিতে শেষটা।
যুদ্ধে গিয়ে বাবা আমার
আর আসেনি ফিরে
মিশে গেছে রক্তমাখা
হাজার লাশের ভিড়ে।
নিজের জীবন বাজি রেখে
রাখলো বাবা দেশের মান
তাইতো মানুষ শ্রদ্ধাভরে
গায় যে তাহার জয়গান।
মুক্ত আকাশ মুক্ত বাতাস
সবখানে তার পরশ পাই
লাল সবুজের ঐ পতাকায়
বাবা তোমায় দেখতে পাই।