জ্যোৎস্না রাতের ছবি

নগ্ন পায় ধীর পদে চিলেকোঠাটা পেরিয়ে
চুপিসারের গন্তব্য বেলির সুবাস মাখা ছাত,
ক্ষণে ডুবে যাই আলোর বিশাল মহাসমুদ্রে
চকিত প্রণয় স্পর্শ প্রেয়সীর হাতে পড়ে হাত।
দখিনা মৃদু মন্দ মলয়ে জুড়ায় সারা শরীর
মোহনীয় ধাঁধা আচ্ছন্ন করে পূর্ণিমার আভা,
ভালোলাগা ভালোবাসায় পরিপূর্ণ হয় অন্তর
শোভিত কারুকার্যময় রজনী অপরূপ প্রভা।
মুক্ত করে দিয়ে হৃদয়ের যত শত কলুষতা
আলোর বিভায় শুদ্ধ জ্যোৎস্না রাতের ছবি,
দীপ্তিময় এমন স্নিগ্ধ রাতে আনমনা প্রতি ক্ষণ
হারিয়ে যাই অন্য কোথাও, ছন্দহারা এক কবি।