বিমুগ্ধ ছায়ানীড়
নিবিড় লোহিত ধারায় স্মৃতিগুলো
বিষণ্ন দিনে দিয়ে যায় ব্যথার
হাতছানি
বাম অলিন্দে বাজে সুর বেদনা বিধুর
হৃদয় পুড়িয়ে জ্বলে কৃষ্ণবর্ণ ধূপ ,
সুচিশুভ্র প্রেমে একদিন যে
এঁকেছিলে প্রেমের এক অপরুপ বিমুগ্ধ
ছায়ানীড়
বাস্তবতার নির্মম শকটে চড়ে
সে তো আজ দূর বহুদূর
বুকের তিমির ভেঙে ফিরবে না
কোনোদিন ।