সাফ চ্যাম্পিয়ন

বাংলা নারী সবই পারে
ফুটবলেও সেরা,
সাফ চ্যাম্পিয়ন হয়ে তাদের
বাংলাদেশে ফেরা।
আনলো বয়ে দেশেরই মান
এক ইতিহাস গড়ে,
ট্রফি জয়ে বীর বাঙালির
মনটা গেছে ভরে।
দেশটি জুড়ে খুশির মাতম
সাবিনাদের জন্য,
ফুলেল শ্রদ্ধায় বীর বাঙালি
করছে তাদের গণ্য।
অনন্যা/এসএএস