বৃষ্টি ঝরাও আকাশ

খুব করে ঐ আকাশটাকে
বলছি ডেকে ভাই
বর্ষা তো ঐ যাচ্ছে চলে
তোমার খবর নাই!
আমন ধানের শুকায় পাতা
ক্ষেত ফেটে চৌচির
আকাশ তোমার বক্ষ জুড়ে
নাই যে মেঘের ভিড়!
তোমার পানে চেয়ে আছে
কত চাতক পাখি
তোমার বুকের বৃষ্টি ধারা
জুড়ায় শত আঁখি।
বৃষ্টি ঝরাও আকাশ তুমি
শীতল করো ভূমি
খুশি হয়ে ধরা তোমার
কপাল দেবে চুমি।