Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

ফড়িং বাবু 

ফড়িং বাবু ফড়িং বাবু 
আসবে আমার কাছে? 
তোমার সাথে আমার অনেক
 কথা বলার আছে ।

ফুল বাগিচায় দেখি তোমায় 
কিংবা ঘাসের বুকে
উড়ে উড়ে ঘুরে বেড়াও
তুমি অনেক সুখে ।

তোমার সাথে নিবে আমায়?
উত্তরটা দাও আগে
তোমার সঙ্গী হতে আমার
মনেতে সাধ জাগে ।

তোমার সাথে নিয়ে চলো
মন টিকেনা ঘরে 
উড়ে উড়ে এ দেশ আমি
দেখবো নয়নভরে ।

গাছের শাখে ফুলের বনে 
আড্ডা অনেক হবে 
একটু বলো তোমার সাথে 
নেবে আমায় কবে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ