বেঁচে থাকাই জীবনের সুখকর খবর
নিঃশব্দে ঘড়ির কাঁটার নিয়মে এগিয়ে চলছে জীবন
পাওয়া না পাওয়ার হিসাব কষতে মগ্ন অবিরত,
অতঃপর হিসাবের খাতায় পরিলক্ষিত হচ্ছে গড়মিল
এই গড়মিলই জীবনের সাথে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে।
তাইতো মনের গভীরে স্থান করে নিয়েছে নিরেট আঁধার
হয়ত কখনো ফিরে আসবে না আগামীর সকাল
হয়ত কখনো পৌঁছানো যাবে না কাঙ্খিত গন্তব্যে
কোনো আশ্বাস মিলবে না নতুন স্বপ্নের,
স্বপ্নহীন মনে সান্ত্বনা একটাই বেশ তো বেঁচে আছি
এই বেঁচে থাকাই জীবনের সুখকর খবর।